এক নজরে মাদরাসা

ঢাকা উত্তরসিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের মিরপুর থানাধীন মধ্যপাইকপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত ঢাকা মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
১৯৮৩ সালে ইবতেদায়ী শাখা প্রতিষ্ঠা হয়ে ১৯৯৭ সালে ৯ম শ্রেণি পর্যন্ত উন্নীত হয় এবং আজ অবধি মাদ্রাসাটি তার সক্রিয়তা প্রমান করেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসা বোর্ডের সাবেক রেজিস্ট্রার মরহুম মাওলানা আবুল কালাম ও স্থানীয় কতিপয় ইসলামী মনোভাবাপন্ন ও শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যাক্তির সদিচ্ছায় একসময়ের নিম্নাঞ্চলটি বর্তমানে একটি সুন্দর অবকাঠামোয় পরিণত হযেছে। ১৯৯৮ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু করে ২০০১ সালে এমপিও ভূক্ত হয়। ২০০২ সালে আলিম পর্যায়ে উন্নীত হয়ে বর্তমানে মাদ্রাসাটি দাখিল এবং আলিমে বিজ্ঞান বিভাগ রয়েছে।
আল্লাহ রাব্বুল আ’লামীনের অপার করুণায় “মুহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” নানা প্রতিকূলতা স্বত্বেও মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আল্লাহ তায়ালার অসীম রহমতে অত্র মাদ্রাসাটি শিক্ষামন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা মহানগরীতে পরপর চারবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং পরপর সাতবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে এবং মিরপুর থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ ছাত্র নির্বাচিত হওয়ায় এবং ফলাফলের দিক দিয়ে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে সেরা -১০ এ স্থান লাভ করায় শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টি হয়েছে।
আধুনিক বিশ্বের আলোকিত সভ্যতার সক্ষমতা অর্জনের জন্য এবং একবিংশ শতাব্দীর বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় মুহাম্মদাবাদ ইসলামিয়া মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। যুগের চাহিদার সাথে সংগতি রেখে বিজ্ঞান বিভাগ, কম্পিউটার শাখা ও হিফজুল কোরআন বিভাগ চালু করা হয়েছে। ছাত্রীদের জন্য আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও সমৃদ্ধ পাঠাগার রয়েছে।
প্রতিষ্ঠানটির অগ্রগতির ইতিহাসে এর প্রতিষ্ঠিত পরিচালনা পরিষদ, এলাকাবাসী, অভিভাবকবৃন্দ, ছাত্র, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী ব্যক্তিবর্গের সাহায্য ও সহযোগিতা অসামান্য। যাদের প্রচেষ্টা, রক্ত ঝরা আত্মত্যাগ, প্রেরণা ও দোয়ায় প্রতিষ্ঠানটি বর্তমান অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে যারা মাদরাসার জমি দান করেছেন আল্লাহ পাক উত্তম প্রতিদান দিন এবং যারা পরপারে পাড়ি জমিয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে উচ্চমর্যাদায় সমাসীন করুন।